উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, আশাশুনি, সাতক্ষীরায় (কভিড-১৯-এর বিস্তাররোধে স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা মেনে) ব্লাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিসন/মেলা-২০২০ সমাপ্ত হয়েছে।০৯ জুন, ২০২০খ্রি. সকাল ০৮টায় মেলা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, মীর আলিফ রেজা, উপজেলা নির্বাহী অফিসার, আশাশুনি, সাতক্ষীরা মহোদয়। নির্বাচক মন্ডলীর মূল্যায়নে ব্লাক বেঙ্গল জাতের ছাগী প্রদর্শনীতে প্রথম হন বেবী আক্তার, শ্রীউলা, আশাশুনি, সাতক্ষীরা এবং ব্লাক বেঙ্গল জাতের পাঁঠা প্রদর্শনীতে প্রথম রামপ্রসাদ দাশ, শ্বেতপুর, আশাশুনি, সাতক্ষীরা। সমাপনী অনুষ্ঠানে ডা: মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার, সাতক্ষীরা মহোদয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও ব্লাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিসন/মেলা-২০২০ সমাপ্তী ঘোষণা করেন।অনুষ্ঠানের সকল অংশীজনকে ধন্যবাদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS